কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা

 হিলি

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে। শারদীয় দুর্গাপূজার কারণে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের আগের দিন ২১ অক্টোবর প্রতি কেজি কাঁচা মরিচ ১১০-১২০ টাকা বিক্রি হলেও এখন তা কমে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গত ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে গত ২৮ অক্টোবর বুধবার বন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ২৪৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। গতকাল বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৯ ট্রাকে ১৮২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যার কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।