সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন

নিরপেক্ষ ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

বক্তব্য দিচ্ছেন মো. সেলিম রেজাসিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন বরাবর দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা। রবিবার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি এবং বিভিন্ন ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ দাবি জানান।

এ সময় সেলিম বলেন, ‘কাজীপুরের মাটিতে গতবারের মতো এবারও আমরা অবরুদ্ধ ও বাধার সম্মুখীন হতে পারি, এমন আশঙ্কা রেখেই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশনারের কাছে দাবি থাকবে, নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আমরা যেন নির্বাচনে অবাধে প্রচারণা চালাতে পারি এবং ভোটাররা বিনা বাধায় ভোট কেন্দ্র যাতে যেতে পারেন। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পক্ষে সহযোগিতা করবে।’

এ সময় বক্তব্য রাখেন– নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কাজীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ আইয়ুব, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল হাসান, মিজানুর রহমান বাবলু, নাসির উদ্দিন রতন, রেজানুর রহমান লিটন, আব্দুল মালেক স্বপন প্রমুখ।