নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

নওগাঁনওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল এবং ঢাকা বাস টার্মিনাল থেকে কোনও বাস ছাড়েনি। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।

নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করে এই অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনও তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দুটি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের এ ধরনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’

এ বিষয়ে শ্রমিক নেতারা জানান, মালিক গ্রুপের কাছে শ্রমিক জিম্মি থাকেন সারাজীবন। তারা ইচ্ছেমতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি নিজের স্বার্থে কিছু করেন তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।

এদিকে ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, ‘নওগাঁর মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপ বার বার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর বাস চলাচল বন্ধ করে দেয়। তাতে আমাদের মত সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ইজিবাইক কিংবা সিএনজিতে করে গন্তব্যে যেতে হচ্ছে। এতে আমাদের দিগুণ ভাড়া খরচ হচ্ছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।’