ধান কাটার মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি ভর্তুকির ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন হারভেস্টার মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে উপজেলার জল্লী গ্রামের রিপনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারি ভর্তুকির সহায়তায় স্থানীয় কয়েকজন কৃষক এই মেশিনটি পাকা ধান কাটার জন্য নওগাঁ জেলা থেকে নিয়ে আসে। কিন্তু গতকাল রাতে কে-বা কারা গভীর রাতে এই মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় মেশিনের মালিক মালিক মো. দেওয়ান শহীদ সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মেশিন মালিক দেওয়ান শহীদ জানান, স্থানীয় কয়েকজন বড় কৃষকের অনুরোধে তিনি গত সপ্তাহে এই এলাকায় এসে পাকা ধান কাটা শুরু করেন। কিন্তু গতকাল রাতে মেশিন রেখে সবাই ঘুমিয়ে গেলে কে বা কারা আনুমানিক রাত ৩টার দিকে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জল্লি গ্রামের রিপন জানান, মেশিনটি আমাদের এলাকার কৃষকদের জন্য অনেক উপকারী ছিল কিন্তু কেন এমন শত্রুতা তা বুঝতে পারছি না।

এ ব্যপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, 'যারা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ তদন্ত করে বের করে তাদের আইনের আওতায় আনবে।'