জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ

জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

করোনার দ্বিতীয় ঢেউ প্রশমন ও সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে জামালপুর পৌর শহরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় শহরের ফৌজদারি মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এবং সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসময় মাস্ক বিতরণ করেন।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  মো.কবীর উদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ আরও অনেকে।

জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বলেন, কোভিড-১৯ সংক্রমণরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। তারা বলেন, সরকার ঘোষিত ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করা সম্ভব নয়। তাই সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে জামালপুর বাসীর জন্য দুই লাখ মাস্ক বিতরণ করা হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।