অ্যাসাইনমেন্টের নামে ফি আদায়ে বন্ধের দাবি

বরিশালে অ্যাসাইনমেন্টের নামে বাড়তি ফি আদায় বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন।

বরিশালসহ সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট এর নামে ফি আদায় বন্ধ করে করোনাকালীন সময়ে বিশেষ বরাদ্দ দিয়ে শিক্ষা সংকট মোকাবিলা করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এজন্য বুধবার বেলা সাড়ে ১১টায় সদররোডে মানববন্ধন করেছে সংগঠনটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের জেলা শাখার সভাপতি সাগর দাশ। বক্তব্য রাখেন মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার ও জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমাসহ অন্যরা।

বক্তারা মানববন্ধনে দাবি করেন অ্যাসাইনমেন্ট ও বিভিন্ন ফির নামে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করছে। টাকা পরিশোধ করা না হলে অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না বলে হুমকি দিচ্ছেন শিক্ষকরা।

মানববন্ধনে অসহায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়াসহ ফি আদায় বন্ধ এবং সরকারকে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়। পরে নগরীতে বের হওয়া বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

মানববন্ধনে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।