৪ মুদ্রার বিনিময়ে ৬০ হাজার টাকা হাতানোর অভিযোগ

চট্টগ্রাম

প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ওমানের চারটি মুদ্রার বিনিময়ে একজনের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তাদের আটক করা হয়। তারা হলেন- বরগুনা জেলার তালতলী পশ্চিম হরিণখোলা এলাকার মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া মুকিমপুর এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. জাহান হোসেন প্রকাশ সুমন (২৮)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এ সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, 'বুধবার (২৫ নভেম্বর) মোহাম্মদ হোসেইন নামে এক ব্যক্তি এবি ব্যাংকের এনায়েত বাজার শাখা থেকে ৭০ হাজার টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথে সিএনজি অটোরিকশা চালক মো. জাহান হোসেন প্রকাশ সুমন তাকে জানান, তার কাছে কিছু বিদেশি মুদ্রা রয়েছে। এরপর সিএনজি চালক উনাকে মুুুদ্রাগুলো দেখতে দেন। পুরোপুরি দেখার আগে সুমন তার কাছ থেকে আবার মুদ্রাগুলো নিয়ে নেন। এসময় আরও কয়েকজন ব্যক্তি এসে নোটগুলোর দাম অনেক বলে জানান। এক পর্যায়ে একলোক প্রতিটি মুদ্রা ১৫ হাজার টাকায় কিনতে চান। দুটি নোট ৩০ হাজার টাকায় কেনেন ওই লোক। বাকি নোটগুলো মোহাম্মদ হোসেইনকে কেনার অনুরোধ জানান। এরপর ৬০ হাজার টাকা দিয়ে তিনি ৪টি নোট কেনেন। নোটগুলো বাসায় নিলে তার ছেলে জানায়, নোটগুলো ওমানের। পরে তিনি এই ঘটনায় থানায় অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্টেশন রোড থেকে মো. জাহান হোসেন প্রকাশ সুমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে হালিশহর এলাকা থেকে জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। তারা দুজন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা নগরীর বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে অভিনব কায়দায় পথচারীকে বিভিন্ন বিদেশি নোট দেখায়। একপর্যায়ে পথচারীকে ক্রয় করার মতো পরিস্থিতি সৃষ্টি করে। পথচারীরা লোভে পড়ে নোট ক্রয় করে প্রতারণার শিকার হন।