একটি সেতুর জন্য অপেক্ষা




সেতুবগুড়ার গাবতলীতে সুখদহ নদীতে দীর্ঘদিনেও নির্মাণ হয়নি সেতু। ভোটের আগে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও পরে আর তার বাস্তবায়ন হয় না বলে অভিযোগ স্থানীয়দের। সেতুর অভাবে দুই উপজেলার হাজারও মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণ ঝুঁকি নিয়ে কাঠের সাঁকোর ওপর দিয়ে উৎপাদিত পণ্য ও মালামাল পারাপার এবং নিজেরা চলাচল করছেন। স্থানীয়রা অবিলম্বে সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ পূর্বপাড়া এলাকা ও পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের পশ্চিমে সুখদহ নদী। তবে দীর্ঘদিনেও সেখানে সেতু নির্মাণ করা হয়নি। কাঠের সাঁকো দিয়ে গাবতলী ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পারাপার হন।

সাঁকোটি পাকা সড়কের সঙ্গে যুক্ত হলেও সেতু না থাকায় যন্ত্রচালিত কোনও যানবাহন চলাচল করতে পারে না। ১০ মিনিটের পথ এক ঘণ্টা ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয়দের। এতে একদিকে সময়, অন্যদিকে হয় অর্থের অপচয়। অসুস্থ রোগী বা অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে নিতে স্বজনদের বিড়ম্বনার শিকার হতে হয়। ৬৫ মিটারের একটি সেতুর অভাবে প্রতিদিন নারচি ও বুরুজসহ আশপাশ গ্রামের কয়েক হাজার মানুষের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুরুজ পূর্বপাড়া ও নারচি গ্রামের কৃষক আনিছার রহমান, ফুল মিয়া, গৃহবধূ রোমেনা বেগম, আইরিন নাহার জানান, বুরুজ সুখদহ নদীতে একটি ছোট সেতুর অভাবে তাদের ও পাশের সারিয়াকান্দি উপজেলার নারচি গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে চলাচল ও মালামাল আনা নেওয়া করতে হচ্ছে। দুর্দশা লাঘবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু ও সদস্য মহিদুল ইসলাম টুনু ব্যক্তি উদ্যোগে কয়েক বছর আগে কাঠের সাঁকো তৈরি করেন। বর্ষায় ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয়।

ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনু জানান, অনেক এমপি এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) গাবতলী কার্যালয়ে যোগাযোগ করলে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানানো হয়।

এলজিইডির প্রকৌশলী রিপন কুমার সাহা জানান, নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে সুখদহ নদীতে একটি ৬৫ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা জরিপ করে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলে সেখানে সেতু নির্মাণ করা হবে বলে জানান তিনি।