সড়ক দুর্ঘটনায় বরিশাল মেডিক্যালের নার্স নিহতের গুজব, মহাসড়ক অবরোধ

বিক্ষুব্ধ জনতা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় পিকাপের ধাক্কায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সেবিকা গুরুতর আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় নিহত সেবিকা শিলা হাজরা (৪০) চক্ষু বিভাগের সেবিকা। তিনি পটুয়াখালীর মৃনাল কান্তি দাসের স্ত্রী।

দুর্ঘটনার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের বোয়ালিয়া এলাকায় বিক্ষোভ এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দেড় ঘন্টা মহাসড়কের যান চলাচল ব্যবহত হয়। চালকের বিচারের আশ্বাস দিলে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকায় অমল ডাক্তারের বাড়ি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন নিহত শিলা। বোয়ালিয়া বাসস্ট্যান্ডে ব্রিজের ঢালে মহাসড়ক পাড় হয়ে অটোরিক্সায় উঠছিলেন। এ সময় পটুয়াখালী থেকে বরিশালগামী পিকাপ সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর পিকাপটি পুলিশ আটক করলেও চালক পালিয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহতের গুজব ছড়িয়ে পড়লে প্রতিবাদে এবং অভিযুক্ত চালকের বিচারের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধরা মহাসড়কের বোয়ালিয়া এলাকা অবরোধ করে। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেয়। তিনি বলেন,  ওই নারী নিহত হয়েছে বলে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। পুলিশের কাছেও তার মৃত্যুর খবর আসে। অবরোধ প্রত্যাহারের পর মেডিক্যালে খোঁজ নিয়ে জানা যায় শিলা হাজরা মারা যাননি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।