শ্রীমঙ্গলে নিলামে এক কোটি টাকার চা বিক্রি

চায়ের দেশ হিসেবে খ্যাত শ্রীমঙ্গলের আইকন চা-কন্যার ভাস্কর্য।

চায়ের শহর হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে চায়ের নিলাম। এ নিলামে এক কোটি টাকার চাপাতা বিক্রি হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারে এই নিলাম অনুষ্ঠিত হয়। এটি শ্রীমঙ্গলের দ্বিতীয় নিলাম কেন্দ্রের ১৩তম নিলাম।

নিলামে ৩টি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করে। এগুলো হলো শ্রীমঙ্গল ব্রোকার্স হাউস, রূপসী বাংলা ব্রোকার্স হাউস ও জালালাবাদ ব্রোকার্স হাউস। এই তিনটি ব্রোকার্স হাউস প্রায় ৭৫ হাজার কেজি চা নিলামে তোলে। দিন শেষে শতভাগ চা নিলামে বিক্রি হয়ে যায়। যার মূল্য কোটি টাকার ওপরে।

নিলামে প্রতি কেজি চা সর্বোচ্চ ২৭০ টাকা ও সর্বনিম্ন ১৩৫ টাকায় বিক্রি হয়। নিলামে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লাসহ স্থানীয়রা অংশ নেয়। 

শ্রীমঙ্গলের জে কে টি হাউস, সেলিম টি হাউস, পপুলার টি হাউস, এটিএইচজিপি হাউস, জামাল টি হাউসসহ শতাধিক বায়ার নিলাম থেকে চা ক্রয় করে।

শ্রীমঙ্গল ব্রোকার্স হাউসের স্বত্ব মো. হেলাল আহমদ ও পপুলার টি হাউসের স্বত্বাধিকারী মো. শহীদ আহমদ জানান, দেশের দ্বিতীয় নিলাম কেন্দ্রে নিলাম শুরু হওয়ায় আমরা উপকৃত হয়েছি। এখানের নিলামে যদি আরও বাগান ও দেশের বিভিন্নস্থান থেকে বায়াররা অংশগ্রহণ করে তাহলে আমাদের ব্যবসার আরও উন্নতি হবে।