পার্বত্য চট্টগ্রামের পরিত্যক্ত সেনাক্যাম্পে পুলিশ-বিজিবি মোতায়েন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে সেনা প্রত্যাহার করার পর পরিত্যক্ত থাকা সেনা ক্যাম্পগুলোতে পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীদের দৌরাত্ম্য কমাতে সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।’ এক্ষেত্রে স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা চান মন্ত্রী।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা বক্তব্য রাখেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।