৯৯৯-এ কল পেয়ে ইটভাটা থেকে শিকল বাঁধা ৪ শ্রমিককে উদ্ধার

জরুরি সেবা ৯৯৯

বান্দরবানে জরুরি সেবা নম্বর ৯৯৯ তে কল পেয়ে মো. মিল‌ন নামে এক ব্যক্তির ইটভাটায় থে‌কে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ৪ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ডি‌সেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কক্ষ্যাং পাড়া এলাকার এফবিএম ইটভাটায় শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে অত্যাচার ও মারধর করা হচ্ছে এমন অভিযোগ আসে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ তে। এ ফোন কল পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মো. মিলনের মালিকানাধীন এফবিএম ইট ভাটা থেকে শিকলে বাঁধা অবস্থায় ৪ জন ইটভাটা শ্রমিককে উদ্ধার করে।

উদ্ধারকৃত শ্রমিকেরা হলেন-  মো.আবুল কালাম, মো.রিয়াজ, মো. খলিল ও মো.রুবেল। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাধন চন্দ্র, জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন, জসিম উদ্দিন, জাফর উদ্দিন, নূরুল ইসলাম, মেজবাহ হোসেন।

তবে ইটের ভাটার মালিক মো. মিলন বলেন, ইটভাটার শ্রমিকরা মাঝির নিয়ন্ত্রণে থাকে। মাঝিই তাদের দেখাশোনা করেন। শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে রাখার বিষয়টি আমার আগে জানা ছিল না। এদিকে মাঝির দাবি, শ্রমিকেরা নিজেরা মারধর করে পালিয়ে যেতে চাওয়ায় তাদের আটকে রাখা হয়েছিল।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ৯৯৯-এ কল পেয়ে ইট ভাটা থেকে শিকলে বাঁধা  ৪ শ্রমিককে উদ্ধার করেছি। জড়িত থাকার অপরাধে ক‌য়েজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।