মেহেরপুর হবে শিক্ষানগরী: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুরে বই উৎসবজনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, “মেহেরপুর হবে শিক্ষানগরী। শতভাগ শিক্ষিত জেলা হিসেবে বাংলাদেশের মডেল হবে মেহেরপুর। ইতোমধ্যে শিক্ষাকে আরও একধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ অনুমোদন দিয়েছেন। এছাড়াও প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দৃষ্টিনন্দন ভবন উপহার দিয়েছেন। শিক্ষাখাতে আমরা আর পিছিয়ে থাকবো না।”

শুক্রবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পাশের দেশ ভারত, শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই দেয় তারা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকারি-বেসরকারি, কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। এটা পৃথিবীর আর কোনও দেশে নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।’

শুত্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক মুনসুর আলম খানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।

এ বছর প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি মিলে মেহেরপুর জেলায় মোট ১২ লাখ ৬৬ হাজার ৯৪ টি বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে প্রথম দিনে শুধু একটি শ্রেণির শিক্ষার্থীদের একাংশকে বই তুলে দেওয়া হয়। পর্যায় ক্রমে ১৬৮ টি মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও ২৮০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।