থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগ

বরিশালের উজিরপুর মডেল থানার ভেতরে ঢুকে পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা পুলিশ সদস্যরা হচ্ছেন– উপপরিদর্শক (এসআই) সুদেব, মাহবুব ও হাসান। আটক ব্যক্তিরা হচ্ছে– উজিরপুর উপজেলার বাসিন্দা সজীব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ, সাইফুল ইসলাম, সজল হাওলাদার।

আহত পুলিশ সদস্যরা জানান, উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনীক ইভটিজিং করায় মেয়ের অভিভাবকরা তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে অনীককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বেলা আড়াইটার দিকে আটক অভিযুক্ত ব্যক্তিরা একত্র হয়ে থানায় অনীকের ওপর হামলা চালায়। আহত পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের উপরও হামলা চালায়। এ সময় ওই পাঁচ হামলাকারীকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।