যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৭

রাঙামাটির বিলাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সাত জনকে আটক করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকালে দুর্গম ফারুয়ার নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহ।

আটক ব্যক্তিরা হলো– চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমণি ত্রিপুরা (৪৫), বিষ্ণুমণি ত্রিপুরা ও জীবন ত্রিপুরা (৩০), বীর বাহাদুর ত্রিপুরা (২৬) ও লক্ষ্মণ ত্রিপুরা (৩০)।  লক্ষ্মণের বাড়ি রাঙামাটি জেলায় এবং অন্য সবার বাড়ি বান্দরবান জেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক, ছোরা, কার্তুজের খোসা, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল আদালতে তোলা হবে। তারা কোনও আঞ্চলিক দলের সদস্য কিনা তা তদন্তের পর বলা যাবে।