পার্ক থেকে তুলে নিয়ে দুই শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

খুলনায় কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ দাবি, মারধরসহ শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সন্ত্রাসী চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

রবিবার (২৪ জানুয়ারি) এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব ৬ জানায়, শনিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কলেজিয়েট স্কুলের (এমসিএসকে) ওই দুই শিক্ষার্থী ঝিনাইদহের  মহিষাকুন্ড এলাকায় পৌর পার্কে বেড়াতে যায়। সাড়ে ৫টার দিকে ৬/৭ জন সন্ত্রাসী যুবক তাদের পথরোধ করে জোরপূর্বক একটি পরিত্যক্ত ভবনে নিয়ে জিম্মি করে রাখে। সেখানে তাদের মারধর করে। ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে কিছু টাকা হাতিয়ে নেয় তারা। সন্ত্রাসীরা মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টাও করে। তাদের কাছে থাকা টাকা-পয়সা নিয়ে ছিনিয়ে নেয়। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে ওই রাতেই র‌্যাব-৬ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল থেকে ঝিনাইদহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। তার কাছ থেকে তথ্য নিয়ে বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।