কারচুপির অভিযোগ, হাতপাখার প্রার্থীর নির্বাচন বর্জন 

ভোটকেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বর্জন করেছেন ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে ভোট বর্জনের বিষয়টি জানিয়েছেন। সে সময় তিনি ভোট বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান।

ভোট বর্জন শেষে মোহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন, ‘নৌকার প্রতীক গলায় ঝুলিয়ে প্রতিটি বুথে একজন করে বসেছিল। ভোটাররা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর বোতাম টিপে তারা (নৌকার প্রতীক ঝুলানো ব্যক্তি) নিজেরাই ভোট দিয়ে দিয়েছে। হাতপাখার এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে। এ ধরনের নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কোনও মানে হয় না। যে কারণে বিকাল ৩টায় আমরা লিখিতভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভোট কারচুপির বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। তাকে দেখে অসহায় মনে হয়েছে। তার বোধহয় কিছু করার নেই। তিনি শুধু বলেছেন, “নির্বাচন তো ভালোই হচ্ছে। কেউ তো কোনও অভিযোগ নিয়ে আসেনি।” কিন্তু আমরা দেখেছি নির্বাচন কেমন হচ্ছে।’