মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ, সিএনজি অটোরিকশার চালক নিহত

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ঝাড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত অটোরিকশা চালকের নাম আপেল মিয়া (২৫)। তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকার মো. আলাউদ্দীনের ছেলে।

ভৈরব হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য কিশোরগঞ্জের ভৈরবে গিয়েছিলেন আপেল মিয়া। বাড়ি ফেরার পথে মহাসড়কের ঝাড়তলা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আপেল মিয়ার মৃত্যু হয়।

এসআই দেলোয়ার জানান, নিহতের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের স্বজনরা থানায় আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।