অরক্ষিত রেল ব্যবস্থা, এক মাসে ৩ মৃত্যু 

অরক্ষিত রেললাইনে  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলায় গত এক মাসে অরক্ষিত রেলে তৃতীয় মৃত্যুর ঘটনা। গত ১১ জানুয়ারি পীরগঞ্জ রেলস্টেশন এলাকায়  ২ জেলা জজকোর্টের কর্মচারী মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেল ক্রসিং পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেনের (৭০) বাড়ি পীরগঞ্জ উপজেলার কাচনডুমুরিয়া গ্রামে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে ওসি প্রদীপ কুমার রায় বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে নাস্তা খাওয়ার জন্য সেনুয়া বাজারে যাচ্ছিলেন মোজাফ্ফর হোসেন। তিনি রেল লাইনের ওপর উঠলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মোজাফ্ফর হোসেন দুই কানে কম শুনতে পেতেন।

পীরগঞ্জ স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন বলেন, পীরগঞ্জ-ভোমরাদহ স্টেশনের মধ্যবর্তী সেনুয়াবাজার এলাকায় রেল লাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।