বান্দরবা‌নে প্রথমবা‌রের মতো ইভিএম ভোটগ্রহণ চলছে

বান্দরবা‌নে প্রথমবা‌রের মতো ইলেকট্রনিক ভোটির মেশিনে (ই‌ভিএম) ভোটগ্রহণ চলছে। র‌বিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থে‌কে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত শা‌ন্তিপূর্ণ ভোটগ্রহণ চল‌ছে। কোথাও কোনও অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।

ভোটাররা সকাল থে‌কে লাই‌নে দাঁড়ি‌য়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিবা‌রের মতো এবারও পুরু‌ষের তুলনায় নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি বে‌শি দেখা গে‌ছে।  সকা‌লে প্রার্থীরাও নিজ নিজ কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রদান ক‌রেন।

ভোটারদের লাইন

বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯৭২৯ জন। এর ম‌ধ্যে পুরুষ ভোটার ১৬৬০৯ ও নারী ১৩১২০ জন। ১৩টি কে‌ন্দ্রে মোট বুথ ৮১টা।
এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। একই পদে বিএনপির ধানের শীষ প্রতীক নি‌য়ে জাবেদ রেজা, জাতীয় পার্টির লাঙ্ল প্রতীক নি‌য়ে মো. শাহাজান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নারিকেল গাছ প্রতীক নি‌য়ে নাছির উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী বিধান লালা লড়ছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন কর‌ছে।