চাঁদাবাজির মামলায় কলেজ অধ্যক্ষের জেল

জামালপুরে এক কলেজ অধ্যক্ষকে চাঁদাবাজির মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোফাজ্জল হোসেন জামালপুর সদরের ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ। তিনি সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া গ্রামের আলহাজ আফাজ উদ্দিনের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল করিম জানান, সদর উপজেলার ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন পদোন্নতির জন্য উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ তিন শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেন। পরে পদোন্নতি না দেওয়ায় ২০০৮ সালে উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আট জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আসামি মোফাজ্জল হোসেনকে এই দণ্ড দেন। 

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনোয়ারুল করিম শাহজাহান ও অ্যাডভোকেট মো. দিদারুল ইসলাম (দিদার)।

রায় ঘোষণার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।