দেশের অগ্রযাত্রায় বড় অবদান নারীদের: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘বাংলাদেশ যে আজ এগিয়ে যাচ্ছে তাতে নারীদের বড় অবদান রয়েছে।’ বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলানায়তনে রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, হৃদরোগসহ জটিল রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব নয়। দেশকে আরও এগিয়ে নিতে হলে প্রতিটি নারীকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষার ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য করা যাবে না। নারীদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন– রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সী,রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন প্রমুখ।

পরে বস্ত্র ও পাটমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দূরবর্তী ছাত্রীদের চলাচলের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী বলেন, ‘মাধ্যমিক স্কুলে পড়ুয়া যেসব শিক্ষার্থীদের আসা-যাওয়ার সময় কষ্ট পোহাতে হয় তাদের জন্য পর্যায়ক্রমে রূপগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাইসাইকেল বিতরণ করা হবে।’