৩ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে তিন ভুয়া চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ পানীয় বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং বেশ কিছু নিষিদ্ধ পানীয় জব্দ করা হয়।

সোমবার (৮ মার্চ) বিকালে হিলি বাজার ও মংলা বাজারে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই দণ্ড দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, হিলির মংলা বাজারে মুদি দোকানে নিষিদ্ধ কোমল পানীয় বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকান থেকে বেশ কিছু নিষিদ্ধ পানীয় জব্দ করা হয় এবং এসব বিক্রির দায়ে জরিমানা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ পানীয়গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা  হয়। এছাড়া হিলি বাজারে চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে তিন ভুয়া চিকিৎসককে আটক করে একজনকে সাত দিন ও দুজনকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও এক ভুয়া চিকিৎসকের চেম্বারের আসবাবপত্র জব্দ করা হয়েছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।