সিলিন্ডারের আগুনে গৃহবধূর পর মারা গেলেন স্বামীও

জামালপুরে স্ত্রীর সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে তিন দিন পর ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইকরামুল ইসলাম শুভ্র। তার শরীরের পঁচানব্বই শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। মঙ্গলবার (২৩ মার্চ) রাত ১২টার দিকে মারা যান তিনি।

রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের রশিদপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান গৃহবধূ শিপ্রা বেগম (২২)। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন স্বামী শুভ্র। গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে রাখা পেট্রোলের কন্টেইনারে আগুন ধরলে তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যান শিপ্রা।

শুভ্রর ভাই সিফাত হোসেন জানান, শুভ্রকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যান তিনি।

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াসমিন শুভ্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শনে শুভ্রর পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল।