ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু

পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও পুনঃখনন শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে শহরের হাউজপাড়া মোড়ে পুরাতন ব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, প্রথম পর্যায়ে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার ৭.৬৭ কিমি নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের কাজ করা হবে। সারা দেশের মতো ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনায় ইছামতি নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

20210330_173549করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতেই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, পাবনা পৌরসভা মেয়র শরীফ উদ্দীন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফরোজা আখতার, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে জেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতার নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।