হিলিতে পেঁয়াজের দাম কমেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২- ৩ টাকা। দু’দিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ২০-২২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ১৯-২০ টাকায়। আমদানির এমন ধারা অব্যাহত থাকলে রমজানে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আসন্ন রমজানকে ঘিরে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দরের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরুর দিকে ২-৩ ট্রাক করে হলেও বর্তমানে তা বেড়ে ২০-২৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। এর ফলে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়াও ভারতের বাজারেও পেঁয়াজের সরবরাহ খানিকটা বাড়ায় সেদেশের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার কারণে কম দামে পেঁয়াজ আমদানি করার ফলে বাজারে পেঁয়াজের দামের ওপর প্রভাব পড়ছে। এছাড়াও বাজারে দেশীয় পেঁয়াজের দাম আগের তুলনায় কমার কারণেও আমদানিকৃত পেঁয়াজের দাম কমছে।