পুলিশের ওপর হামলা: ৯০০ জনকে আসামি করে মামলা

সুনামগঞ্জের ছাতকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা হয়েছে। হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়ে চিকিৎসা হয়েছেন। শনিবার (৩ এপ্রিল) রাতের এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাতক থানায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ছাতক থানার পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা তাদের নেতা মামুনুল হকের সমর্থনে শহরে বাস স্টেশন রোড এলাকায় মিছিল বের করেন। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় ছাতক থানায় কর্তব্যরত পুলিশ সদস্য রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ছাতক থানার ওসি বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষে সুরমা নদীর পাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। থানা ভবনের সেবাচত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত করে।’