ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় পিয়া নামের এক নারীকে আটক করা হয়েছে। সে ঢাকালে পাড়ার বাসিন্দা কথিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মেয়েশিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়। ঘটনার ১৬ ঘণ্টা পর র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। নবজাতকটি শহরের বলিদাপাড়ার গ্রামের মনিরুল ও শাবানা বেগম দম্পতির সন্তান।  নবজাতকটি উদ্ধারের পর তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেবা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকটি নিশ্চিন্তপুর এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পিয়া নামে এক নারীর কাছে পাওয়া যায়। ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সেবা ক্লিনিকের মালিক আব্দুর রশিদ জানান, সোমবার সকালে বলিদাপাড়া গ্রামের ইজিবাইক চালক মনিরুল ইসলামে স্ত্রী সাবানা বেগমকে ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ৩টার দিকে ডা. প্রবীর কুমার ও ডা. প্রফুল্ল কুমার মজুমদার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ করেন। মা ও মেয়ে দুজনই সুস্থ ছিল। এরপর তাদের ক্লিনিকের দ্বিতীয় তলার ২০৩ নং কেবিনে রাখা হয়। সন্ধ্যায় ইফতার শেষে নামাজ পড়তে যাওয়ার সময় শিশুটির নানি ক্লিনিকের স্টাফ মনে করে অপরিচিত এক নারীর কাছে তাকে রেখে যান। এরপর ওই নারী বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার রাতেই শিশুটির বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। নবজাতকটি প্রিয়া নামের এক নারীর কাছে পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়েছে।