বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘ইমাম ভবন’

বরিশাল নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকায় নান্দনিক পাঁচতলা বিশিষ্ট ‘মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর আগে ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সন্মানিত মানুষ। তাদের জন্য নগরীর ইমাম ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। চার হাজার স্কয়ার ফিট আয়তনের এই ভবনে একটি হেফজখানা, কনফারেন্স কক্ষ এবং দূর-দূরান্ত থেকে আগত ইমামদের জন্য বিশ্রামাগার থাকছে।’

জানা গেছে, কীর্তনখোলা নদীর তীরবর্তী স্থানে এই ভবনটি হবে বরিশালের অন্যতম নান্দনিক ভবন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালস এই ভবন নির্মাণে অর্থ অনুদান দিচ্ছে বলে বক্তব্যে বলেন মেয়র। ভবনটির নামকরন করা হয়েছে মেয়রের মায়ের নামে।

অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এবং নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদের খতিব নূরুর রহমান বেগ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন এবং ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বরিশাল ক্লাবে নগরীর সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে নগদ অর্থ সহায়তা এবং ইফতার বিতরণ করেন সিটি মেয়র।