মালয়েশিয়ায় পাচারের সময় ৬ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় ছয় রোহিঙ্গা নারী-শিশুকে পাচারের প্রস্তুতির সময় এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান জানান, সোমবার দুপুর ২টায় উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মানবপাচারকারী শফিউল্লার বাড়ি থেকে ওই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।

আটক পাচারকারী ওই এলাকার আলী চাঁদের ছেলে নুরুল আমিন (৩০)।

ওসি জানান, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের দুই শিশুসহ চার রোহিঙ্গা নারী মানব পাচারকারী শফিউল্লার বাড়িতে অবস্থান করছে, এ সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ভিকটিমদের উদ্ধার করে তাদের তথ্য মতে নূরুল আমিনকে আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ওসি।