সমুদ্রপথে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচারকারীচক্রের দুই নারী সদস্যকে আটক করা হয়েছে। ১১ মে (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলার জাদিমুড়া জালিয়াঘাটস্থল এলাকা থেকে অপেক্ষমাণ মালয়েশিয়াগামী যাত্রীদের উদ্ধার করা হয়।

আটক দুজন হলো– টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জালিয়াঘাট এলাকার মো. রফিকের স্ত্রী রশিদা বেগম (৩৫) এবং তার মেয়ে রাজিয়া (২০)। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে উখিয়া কুতুপালং ক্যাম্পের ৫জন বিভিন্ন ক্যাম্পের ১৩জন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  হাফিজুর রহমান বলেন, ‘সমুদ্রপথে মালয়েশিয়াগামী একটি রোহিঙ্গা দল জালিয়াঘাটস্থল এলাকায় রশিদার বসতবাড়িতে অবস্থান করছিল। এ খবরে থানা পুলিশের ওসি (অপারেশন) মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়।’

ওসি আরও বলেন, ‘আটক দুই নারীর কাছ থেকে নগদ এক লাখ ১০ হাজার টাকা, ২ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যা ওই রোহিঙ্গাদের কাছ থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে নেওয়া হয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মানবপাচার আইনের মামলা রুজু করে উদ্ধার ১৮ রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে আরআরআরসি কার্যালয়ে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।’