মুফতি ইজহার দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশক আহম্মদ খন্দকারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল এ তথ্য জানিয়েছেন।

আফজারুল হক টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৬ মার্চ হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় মুফতি ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এর আগে গত ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে হারুন ইজহারকে গ্রেফতার করে র‌্যাব-৭। পরের দিন ২৯ এপ্রিল রাতে তাকে হাটহাজারীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালতে তোলা হয়। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ মে আদালতে ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।