বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৫২ হাজার যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৩ লাখ টাকা। যা কয়েকদিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে যানবাহনগুলো পারাপার হয়। সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগের ২৪ ঘণ্টায় প্রায় ৪০ হাজারেরও বেশি গাড়ি পারাপার হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে।

রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বেড়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্ত পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে কোথাও ধীরগতি আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন।

অপরদিকে, গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ফলে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘মহাসড়কে রাত থেকে যানবাহন বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও গাড়ি আটকে নেই। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।’