বজ্রাঘাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

মানিকগঞ্জে বজ্রাঘাতে দুই জন মারা গেছেন। তাদের একজন দিনমজুর এবং অন্যজন স্কুলছাত্র। মঙ্গলবার (১৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পৌলি ও গিলন্ড গ্রামে আলাদা বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।

পৌলি এলাকায় নিহত ব্যক্তির নাম আজমত আলী (৫০)। তার বাড়ি জেলার ঘিওর উপজেলায়। এছাড়া গিলন্ড গ্রামে মারা যায় মাসুদ মোল্লার স্কুলপড়ুয়া ছেলে আসিফ (১৪)।

পৌরসভার স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কবীর হোসেন বলেন, ‘নিহত আজমত আলী পৌলি এলাকার কৃষক আব্দুল হকের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ক্ষেত থেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

এদিকে একই উপজেলার গিলন্ড গ্রামে বজ্রাঘাতে এক স্কুলছাত্র নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত হয় মো. মাসুদ মোল্লার ছেলে আসিফ মোল্লা (১৪)। আহতরা হলো– আব্দুর রশিদ মোল্লার ছেলে অনীক মোল্লা (১৩) এবং লেবু মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (১৩)।

নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও একই গ্রামের বাসিন্দা রাকিব হোসেন ফরহাদ জানান, বিকাল ৫টার দিকে বাড়ির পাশে ঘুড়ি ওড়ানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার পরে তিন জনকেই মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে আসিফ মারা যান এবং গুরুতর অসুস্থ অবস্থায় অনীককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আবদুল্লাহকে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত সবাই হলেন গিলন্ড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।