সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়া শিল্পকে রক্ষার দাবি

সব সিন্ডিকেট ভেঙে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন– ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি আশ্রাফুল ইসলাম, মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খান ও সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভনসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে রফতানি আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। রফতানি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান হারিয়ে চামড়া খাত তৃতীয় স্থানে নেমে এসেছে।’ এ অবস্থা থেকে চামড়া শিল্পকে রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এ সময় তারা আরও জানান, ১৯৫১ সালের অক্টোবরে তৎকালীন সরকার ঘোষিত গেজেটের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারি শিল্প স্থাপিত হয়। তখন থেকে আজ পর্যন্ত চামড়া শিল্প খাত ব্যাপক সফলতার সঙ্গে ধারাবাহিকতা ধরে রেখেছে। এ খাত রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে।