‘টিকা দিইনি, অভিনয় করেছি’

কুমিল্লার হোমনায় ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলামের টিকা প্রয়োগের পোজ দেওয়া একটি ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ওই ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের মতো আমার ইউনিয়ন পরিষদেও গত ৭ আগস্ট জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন আমি সরকারের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে ভ্যাকসিনেটর টিকা দেওয়ার পর ওই খালি সিরিঞ্জটি হাতে নিয়ে টিকা দেওয়ার পোজ দিয়ে একটি ছবি তুলি। পরে ওই ছবিটি আমার ভাতিজা কাউসার ফেসবুকে আপলোড দেয়। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে প্রতিহিংসাবশত এই ছবিটির তাৎপর্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায় এবং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে।’ সাংবাদিকদের মাধ্যমে তিনি এর সঠিক চিত্র তুলে ধরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– ভাষানিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. আবু কালাম, ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আমিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম, শান্তি বেগম ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল হাসেম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষক মো. কামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক মো. মোতালিব প্রমুখ।