ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮০ মণ্ডপে হবে দুর্গাপূজা

ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। রবিবার জেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত বছর জেলায় ৫৫৯টি পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি ১৫৫টি মণ্ডপে পূজা হবে নাসিরনগর উপজেলায়। সভায় স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন– পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। এ সময় সব কয়টি উপজেলার নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ উপস্থিত ছিলেন।