ব্রাহ্মণবাড়িয়ায় শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ‘বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অপপ্রচারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির উপক্রম হয়েছে।

আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে এই মামলায়। মামলাটি সিআইডিকে তদন্তের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত আদেশের বিষয়ে লিখিত তথ্য পাওয়া যায়নি।

মামলায় শাহীন আনাম ও অ্যাঞ্জেলা গোমেজের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি, সংবিধান লঙ্ঘন করে সনাতনি হিন্দু আইন সংস্কারের উদ্যোগ, হিন্দু সম্প্রদায়কে সরকারের মুখোমুখি করে বিশৃঙ্খলা সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এতে সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানানো হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা এনজিও ব্যবসায়ী। গত ২০১৬ সালের ২৮ এপ্রিল থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও অনলাইন ওয়েবিনারের মাধ্যমে হিন্দু ধর্মীয় বিধিবিধান নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু ধর্মের বিধিবিধানের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করেছে। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে বিভেদের বীজ বপন করে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মালম্বীদের মধ্যে বক্তব্য ছড়িয়ে পক্ষ-বিপক্ষ তৈরি করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।