বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

যশোরের বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শার্শা ও বেনাপোলে দায়িত্বরত এনএসআইয়ের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এসব কসমেটিক উদ্ধার করা হয়।

মো. ফরহাদ হোসেন বলেন, ‘ভারতীয় পাসপোর্টযাত্রী জামিনুর মণ্ডল ও আনন্দ শীল ভারত থেকে বাংলাদেশে আসার পর তাদের ব্যাগ চেকপোস্টে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের ব্যাগ থেকে ১৩৫ কেজি যৌন উত্তেজক তেল অলিভ আর্ট, ১৪২ কেজি নিভিয়া ক্রিম, ১০৬ কেজি ফেস ওয়াশ, ১৮৩ কেজি চকলেট ও ১০৪ কেজি শনপাপড়ি উদ্ধার করা হয়।’

উদ্ধার মালামালগুলো কাস্টমস কর্মকর্তা সোহেল রানা জব্দ করে কাস্টমস গোডাউনে পাঠান।