বৈরী আবহাওয়ায় গাছচাপায় পথচারী বৃদ্ধার মৃত্যু

বৈরী আবহাওয়ার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে গাছচাপায় রহিমা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পথচারী আহত হন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রবিবার রাত থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। সোমবার সকালে নবীনগর পৌর এলাকায় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাচং এলাকায় সড়ক ও জনপথের মালিকানাধীন একটি বড় কড়ই গাছ হঠাৎ সড়কের উপরে ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলেই পথচারী বৃদ্ধা রহিমার মৃত্যু হয়। এ ছাড়া শরিফ ও সখিনা নামে অপর দুই পথচারী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে ওই দুই পথচারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাশ বলেন, ‘গাছচাপায় এক নারীর মৃত্যু এবং দুজন আহত হওয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে ঘটনাস্থল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করেন।’

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।