ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ নয় রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। মঙ্গলবার রাত ২টায় উপজেলার পালংখালী ইউপির বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– একই ক্যাম্পের সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া (৩৮), ক্যাম্প-২৫-এর শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প-১৫-এর মৃত সফির ছেলে সফিউল আলম (৩৮), মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম (২৪), ক্যাম্প-১১-এর মৃত কাসিমের ছেলে জাফর আলম (৪৭), মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং ক্যাম্প-১৮-এর মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩)। তারা সবাই এপিবিএনের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় এপিবিএন সদস্যরা খবর পায় একদল রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে ক্যাম্প-৯-এর মক্তবের সামনের গিয়ে তারা দেখতে পান ফাঁকা জায়গায় ৩০-৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দৌড়ে পালানোর সময় নয় জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সশস্ত্র ডাকাত দলের প্রায় ২৫-২৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।’

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।