নৌবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় জেলে কারাগারে

নৌবাহিনীর হাতে আটক ১০ ভারতীয় জেলে কারাগারেবাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ১০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়। বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার শেখ মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
আটক জেলেরা হলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার হারাধন দাস (৪৮),  কিশোর দাস (৫০),  প্রভাত দাস (২১), শ্বেত দাস (৪৫), অমল দাস (২৪), গুরুধন দাস (৩২),  সৌরভ দাস (১৮),  একাদশী  মণ্ডল (৪৫), সঞ্জিত দাস (২২) ও সঞ্জিত দাস (২৬)।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের সময় নৌবাহিনীর হাতে ট্রলারসহ আটক ১০ ভারতীয় জেলেকে শুক্রবার বিকেলে মংলা থানায় হস্তান্তর করা হয়। সন্ধায় তাদের বাগেরহাট আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাদের কাছ থেকে উদ্ধার করা মাছ নিলমের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলেও তিনি জানান।

বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার শেখ মো. রাসেল জানান, মংলা থানায় দায়ের করা একটি মামলায় আটক ১০ ভারতীয় জেলেকে শুক্রবার রাত ৮টায় জেল হাজতে পাঠানো হয়েছে।

/আরএ/