২ যুগ পর আবার চালু হচ্ছে সাটিয়াজুরি রেল স্টেশন

প্রায় দুই যুগ বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের সাটিয়াজুরি রেল স্টেশন। সোমবার (৩ জানুয়ারি) বিকালে বাহুবল উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের এই স্টেশন পুনর্নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা আনন্দিত।

গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, ‘এ স্টেশনটি চালু করার বিষয়টি স্থানীয়দের প্রাণের দাবি ছিল। সাটিয়াজুরী রেল স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেল স্টেশনটি চালু হওয়ায় বাহুবল উপজেলাবাসী উপকৃত হবেন।’

এ সময় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুলসহ অনেকে।

১৯৯৮ সালে সরকার ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেল স্টেশনটি বন্ধের ঘোষণা দেয়। পরে এলাকার মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও পরের বছরই পুনরায় বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকার শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকায় স্টেশনটিতে থাকা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে শুধু জরাজীর্ণ একটি ভবনই রয়েছে সাটিয়াজুরীতে। এ অবস্থায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-১ সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন পুনরায় চালু করতে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের গত ৭ ফেব্রুয়ারি স্টেশনটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের জন্য নির্দেশ দেন রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী।