হিলিতে আরও কমেছে তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে কুয়াশা ও পশ্চিমা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেক শ্রমিক।

সকাল থেকে কুয়াশা ঝরছে। এ কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে বেলা বাড়ার পর কুয়াশা কেটে যাচ্ছে। কিন্তু সারাদিনই বইছে হিমেল বাতাস। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর সূর্যের দেখা মেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে। তবে বিকালের পর থেকে তাপমাত্রার পারদ নামছে। তীব্র শীতে সন্ধ্যার পর বাজার ও রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে।

শ্রমিক মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, তিন দিন ধরে হিলিতে তীব্র শীত। সকালে প্রচন্ড কুয়াশা ও সারাদিন হিমেল বাতাস বইছে। শীতে কাজের সন্ধানে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। কিন্তু কাজ না করলে সংসার চলবে কীভাবে? তাই তীব্র শীত উপেক্ষা করে কষ্ট করে বের হতে হচ্ছে। 

ভ্যানচালক খালেদ হোসেন বলেন, শীতে ভ্যান চালাতে কষ্ট হয়। এদিকে শীতের কারণে সড়কে মানুষের চলাচল কমে গেছে। যাত্রী না পেয়ে রোজগার কমে গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর অঞ্চলে গতকালের চেয়ে তাপমাত্রা আরও কমেছে। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টা ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে মৃদু শৈতপ্রবাহ বিরাজ করছে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
তাপমাত্রার খবর।