কুমিল্লার ১২ নারী মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় কুমিল্লার ১২ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের হাতে ‘মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২’ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দীন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুমান সুলতানা সীমাসহ মুক্তিযোদ্ধা ও কুমিল্লার সুধীজন। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সংবলিত লাল-সবুজের মাস্ক পরিয়ে দেওয়া হয় তাদের। এ ছাড়া অতিথি ও মুক্তিযোদ্ধাদের লাল-সবুজের উত্তরীয় প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই নারী বীরদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের আপ্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সারাদেশের জেলা প্রশাসকরা ভার্চুয়ালি এ আয়োজনে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় ১২ জন বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।