বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জের পোশাক কারখানা থেকে গ্রেফতার

বগুড়ায় নাবালিকাকে অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিন ফকির (৩২) ধরা পড়েছেন। মঙ্গলবার রাতে তাকে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানা থেকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে সদর থানায় হাজিরের পর আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান জানান, রবিন ফকির বগুড়া সদরের মানিকচক উত্তরপাড়ার আবদুল কাদের ফকিরের ছেলে। একই এলাকার এক ব্যক্তি তার নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে ২০১২ সালের ২ জানুয়ারি রবিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ ১০ বছর মামলা চলার পর আদালত গত ১৭ জানুয়ারি রবিন ফকিরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামি রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন।

তিনি আরও জানান, রবিন ফকিরের অবস্থান নিশ্চিত হওয়ার তার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ডহুরগাঁও এলাকায় একটি পোশাক কারখানা থেকে তাকে গ্রেফতার করে। রবিন পরিচয় গোপন করে দীর্ঘদিন পোশাক কারখানায় কাজ করছিলেন।