নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো শিক্ষার্থীর লাশ

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে পটুয়াখালীর লোহালিয়া নদীতে নিখোঁজ হন মাদ্রাসা শিক্ষার্থী ইজাজুল (২২)। এ ঘটনার তিন দিন পর তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রাম সংলগ্ন নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মৃত ইজাজুল কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার কল্লা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ইজাজুলের বন্ধু ইব্রাহিম খলিল জানান, ৩ মার্চ সকালে ঢাকা থেকে বলইকাঠি গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন ইজাজুল, ইব্রাহিম খলিল ও মাসুদ খান। তারা তিন জনই ঢাকার দক্ষিণখান হলান ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। দুপুরে তিন বন্ধুসহ ওই এলাকার সাত-আট জন একসঙ্গে লোহালিয়া নদীতে গোসল করতে নেমে সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইজাজুল। নিখোঁজের পরপরই লোহালিয়া নদীতে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ইজাজুলকে উদ্ধারে অভিযান চালায়। রবিবার সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।