এক ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত ৩০

লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মীম আক্তার (২২) নামে এক প্রতিবন্ধী নারী মারা গেছেন বলে জানা গেছে। এ ইউনিয়নে আক্রান্ত ৩০ ডায়রিয়ায় রোগীর মধ্যে সোমবার (১১ এপ্রিল) সকালে ২২ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে খবর পেয়ে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদ হাসান সিদ্দিকীসহ মেডিক্যাল টিম গিয়ে মীমের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন। পরে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে আক্রান্ত রোগীদের খোঁজ নেন।

মীম উত্তর কেরোয়া গ্রামের মালের বাড়ির খোকা মিয়ার মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ডায়রিয়া হলে অতিদ্রুত রোগীকে হাসপাতাল নিয়ে আসতে হবে।

মেডিক্যাল অফিসার মাহমুদ হাসান সিদ্দিকী বলেন, ‘ওই ইউনিয়নে আজ ২২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন বাড়িতে গিয়ে রোগীদের খোঁজ নিয়েছি। সবাইকে স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি স্যালাইন সেবনের জন্য বলেছি। সমস্যা বেশি হলে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. বাহারুল আলম বলেন, ‘রায়পুরে ডায়রিয়া রোগী তেমন ছিল না। এ দুই দিন কেরোয়া ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত রোগী পেয়েছি।’