ক্যানসার রোগী সেজে সাহায্যের আবেদন, পুলিশে দিলেন ডিসি

নোয়াখালীর সমাজ সেবা অধিদফতরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক বাবা এবং ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।

আটক দুজন হলেন– সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্লাহর ছেলে গিয়াস উদ্দিন এবং তার ছেলে ওমর ফারুক।

আটকের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘বাবা ও ছেলে ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগীর ৫০ হাজার টাকার অর্থ সহায়তার আবেদন করে। আমি আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি। আমার কাছে তারা সত্য গোপন করে। আমি কয়েকবার সতর্ক করার পরও তারা আমাকে বারবার ভুল বোঝায়। আমি শক্তভাবে কথা বলার পর তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করি।’

নোয়াখালী সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগী সেজে তারা টাকা আদায় করে। এমন প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতারক দুই জন থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’