ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে দূরপাল্লার যান চলাচল করলেও এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাইনবোর্ড এলাকা সরজমিন ঘুরে দেখা যায়, সব ধরনের যান চলাচল করছে। কোনও যানজট নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কিছুদিন আগে যানজট নিরসনে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে ডিভাইডার বন্ধ করে ইউ টার্নিং দেওয়া হয়েছে। এতে যানবাহনগুলো যত্রতত্র সড়ক পারাপার হতে পারছে না। এতে শৃঙ্খলা তৈরি হয়েছে। আর যানজটের সম্ভাবনা অনেকাংশে কমে এসেছে।

নারায়ণগঞ্জের কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। আশা করছি, ঈদের আগ পর্যন্ত কোনও যানজটের সমস্যা হবে না।’